বাংলা ভয়েস ক্লক

অনেক সময় আমরা কম্পিউটার এ সময় দেখি। আপনি যদি না দেখে ১৫ মিনিট পর পর সময় শুন্তে পান তাহোলে কেমোণ হয়। বাংলা ভাষায় আপনাকে প্রতি ১৫ মিনিট পর পর সময় বলে দেবে।

muk

তাও আবার বাংলায়।আপনি ইচ্ছা করলে তা পরিবর্তন করতে পারবেন।  ডাউনলোড করুন এখান থেকে ।

অভ্র কীবোর্ডএর লেয়ার বিজয়ের মত

আমরা বিভিন্ন সময় ব্লগ লিখে থাকি। ব্লগ লিখতে ইউনিকোড ব্যবহার করতে হয়। অভ্র কীবোর্ড ইউনিকোড এর মধ্যে জনপ্রিয়। বেশিরভাগ অভ্র দিয়েই লিখে থাকি।

আবার অনেকে আছেন যারা আমরা জনপ্রিয় সফটওয়্যার বিজয় দিয়ে দ্রুত লিখতে পারেন। তাদের জন্যে অভ্র কীবোর্ড এর সাধারন লেয়াউট দিয়ে লিখা কষ্টকর হতে পারে বা অভ্রর লেইয়াউট ভাল নাও লাগতে পারে।

এসমস্যা সমাধানে আপনি অভ্র কীবোর্ড এর লেয়াউট বিজয় এর মত করতে পারবেন।  এজন্য অভ্র কীবোর্ড এর লেয়াউটে ক্লিক করে UniBijoy সিলেক্ট করুন । বাস এখন থেকে আপনি বিজয়ের লেয়াউট অনুসরণ করে লিখতে পারেন।

সফটওয়্যার ছাড়া ইউনিকোড বাংলা লিখুন

আমরা ইউনিকোড অভ্র বা এর মত বিভিন্ন সফটওয়্যার দিয়ে লিখি। এর জন্য এটা ডাউনলোড করতে হয় , ইন্সটল করতে হয়। এতে কম্পিউটার এর গতি ধির হয়। কিন্তু আপনি কীবোর্ড দিয়ে অঠবা ছাড়া বাংলা ইউনিকোড টাইপ করতে পারবেন এবং তা আপনার ওয়েব সাইট কিংবা ব্লগে যোগ করতে পারবেন। ৬৯ কিলো বাইটের একটি প্রগ্রাম আপনাকে ডাউনলোড করতে হবে । নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর রান করুন।  ভার্চুয়াল কি-বোর্ড এচলিচক করে কীবোর্ড ছাড়া টাইপ করতে পারবেন। তাছাড়া যেকোন টাইপ থেকে ইউনিকোড এ কনভার্ট করতে পারবেন।

http://muktadir.we.bs/download.html

উইন্ডোজ এক্সপির ইন্টারফেস বাংলা করুন

বাংলা আমার মায়ের ভাষা। এ ভাষা অনেক রক্তের বিনিময়ে এসেছে।কিন্তু দুঃখের বিষয় যে, কম্পিউটার ব্যবহার করে অনেকে বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষা শিক্ষা করি। আমরা বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। সাভাবিক ভাবে এক্সপির ভাষা ইংলিশ হয়ে থাকে। যদিও বাজারে এক্সপির বাংলা সংস্কার পাওয়া যায়, তবে তা ইন্সটল করতে হয়। কিন্তু হিসাব করলে দেখা যাবে বেশির ভাগ ব্যবহারকারীই উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে পারেন না। অথবা কেউ সময়ের অভাবে ইন্সটল দিতে পারেন না। এ জন্য এক্সপির বাংলা সংস্কার ব্যবহার করতে পারেন না। এ সমস্যা এড়াতে আপনি বাংলা লেঙ্গুয়েজ প্যকেজ ব্যবহার করতে পারেন। http://uploading.com/files/3NW88JL4/Windows_Xp_Bangla.zip.html থেকে উইন্ডোজ এর জন্য বাংলা লেঙ্গুয়েজ প্যকেজটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ইন্সটল করে কম্পিউটার Restart করে নিন। এবার দেখবেন এক্সপি বাংলা হয়ে গেছে।